অবাক করা এই ধরাতে অবাক আমার মন,
নিজকে কেহ উদার ভেবে ঘুরে সর্বক্ষণ।
কেমন তাহার উদারতা কেমন তাহার মন,
যাকনা দেখা জগৎ চোষে কে আছে এমন।
কেউবা দেখো নিরন্নের দুখে কেঁদে করে মাত,
ধনের ঝুলি লুকিয়ে রাখে গুটিয়ে দানের হাত।
মোড়ল নামের গরল পাজি উদার উদার ভাব কেমন,
মুখের লালায় হাল চাষ সর্ব লোকে বলে যেমন।
নারী অধিকার নামে কেহ উদারতার গীত গাহে,
ভোগের পাত্রী বানাবে নারী উদারবাদীর ছল তাহে।
ঈদগাহে কেহ মিষ্টি বিলিয়ে উদার বলে মন তাহার,
তাদের বলি পচান ডোবায় যেমন ফুটে গুলবাহার।
ধর্মে কেহ বর্ম খোজে তাদের বলে ভূল ভাষী,
ঘুষের টাকায় হাজী সাজে উদার মনের চোর পাজী।