জানালায় চোখ পড়ে-
ইচ্ছে করে এ অসীম শূন্যতাকে বলি
তোমার বুকের মতো নিদারুণ বুক ভেঙে দিবারাত জ্বলি
যার কাছে প্রেম আছে,
মমতা প্রণয় আছে - তারে ছেড়ে একা
যদি আজ এই রাতে জানালার ধারে বসে তারে যেতো দেখা
যেমন জ্যোৎস্না দেখি,
আকাশের মাঝে দেখি অসংখ্য আলোক
তেমন তোমার মুখ তোমার দু'হাত ছুঁয়ে বসে থাকা হোক;
তাও আমি চাই শুধু তোমারে আমার করে কাছে টেনে এনে
চেপে রাখি দেবী মুখ-
বুকের গহীন কোণে - ভালোবাসো জেনে
আজ শুধু মনে আসে :
কী দারুণ প্রেম নিয়ে সেদিন সে রাতে
পালিয়েছি ঘর ছেড়ে আমরা দু'জন শুধু - ম্লান চাঁদ সাথে
সারা দেহে বয়েছিলো অজানা ভয়ের স্রোত- আহা কী সে রাত!
গাছগাছালির ফাঁকে দু'টো মুখে মেতেছিলো প্রণয় অগাধ
গভীর প্রণয় খুঁড়ে
হৃদয়ে শ্যামল বন জেগেছিলো বুঝি
সহসা হারিয়ে ফেলি তোমারে বুকের থেকে ফের নিই খুঁজি
মনে পড়ে সেই রাত?
কেমন প্রেমের তোড়ে গভীর প্রণয়ে
তোমার চিবুক নুয়ে
ঝরেছিলো সুধা রস
আমার প্রেমিক প্রাণে বান ভাঙা স্রোতে
সেসব রাতের হতে
জানালায় বসে বসে কামনায়, প্রচণ্ড ব্যথায়
আমার প্রেমিক প্রাণ
আজ শুধু সেসব একটি রাত ফিরে পেতে চায়