দূর হতে সুর করে নিশীথের নিশাচরী ডাকে
সেই সুরে ডাকে যেনো ধ্রুবতারা পৃথিবীর কাকে


ধীরেধীরে বেদনারা জেগে ওঠে তারাদের মতো
রাত যত বেড়ে যায় বেদনারা বেড়ে যায় ততো


অচেনা ফুলের ঘ্রাণে খুঁজে যাই পরিচিত গন্ধ
এই ফুল সেই ফুল ফুলে ফুলে লেগে যায় দ্বন্দ্ব


এতো স্মৃতি এতো ব্যথা কোথায় বা লুকিয়ে তা ছিলো
রাতের আঁধার এসে স্মৃতিদের বাঁধ ভেঙে দিলো


আমি একা পথে নামি ফুল তারা পাখিদের সঙ্গে
পৃথিবীতে মেশা সুখ ছোঁয়া দেয় বিষাদের অঙ্গে
ভুলে যাই জমে থাকা শতকোটি অপ্রাপ্তির দুঃখ
ভুলে যাই সাদা মাঠ কবিতারা প্রেমহীন রুক্ষ


আলো আর আঁধারের দুটো রং মিলেমিশে আঁকে
তার ছবি যার তরে বেদনারা বুকে লেগে থাকে


এভাবে নিশীথ কাটে পৃথিবীর পথে পথে ঘুরে
চাঁদটা নিকটে এসে ফের সেও সরে যায় দূরে


যখন সকাল হয় আমাদের অক্ষাংশের তরে
তখন আমার পালা ফিরবার আপনার ঘরে


দিনের আলোয় সব বেদনারা ব্যস্ততার তলে
চাপা পড়ে থাকে চুপে দিনশেষে ধীরেধীরে গলে