কোনো এক অপরাহ্নে উদাস মনের কাছে ফিরে এসো মনে
তখনো জ্যোৎস্নার পাটি বিছিয়ে রাখবো আমি কদম কাননে
অস্থির মনের কাছে গৃহহীন পাখি হয়ে বাসস্থান ভুলে
ফিরে এসো একেবারে নিভন্ত সূর্যের আঁচে বিধ্বস্ত সমূলে


আমি সব মেলে দেবো, যতটা আমার আছে; যতটা না আছে
ফিরে এসো একেবারে, যেভাবে জ্যোৎস্নারা আসে বনানীর গাছে
আমি হবো ঘন বন যেখানে আঁধারে নেমে তুমি মিশে যাবে
পৃথিবীর কেউ আর তোমাকে পৃথক করে কখনো কী পাবে!


ফিরে এসো আমাদের হলদে বিকেল পটে, পাশে থাকা হোক
আমাদের ঠোঁটগুলো ভুলে যাক অপ্রণয়;চুমু হীন শোক
রাতভর ভিজে ভিজে পথে হাঁটা কতদিন হয় না যে আর
যাই দেখি মনে আর জাগে না দেখার চোখ; পৃথিবী আঁধার
অনুভূতি জাগে না তো, কিছুতে আনন্দ নেই; সব অর্থহীন
বেঁচে আছে চেতনারা;মনের প্রেমিক বুঝি হয়েছে প্রবীণ?
ফিরে এসো প্রণয়িনী, প্রাচীরের ভীত ভেঙ্গে দূরত্ব ডিঙ্গিয়ে
আমার ভেতরে বুড়ো চেতনার মৃত্যু হলে, মৃত্যু কাকে নিয়ে?