হাহুতাশ করে এক অমাবস্যা রাত কাটে কদমের ডালে ভেজে অর্বাচীন ফুল
তুমি নেই কিছু নেই সব পাখি চুপকরে; আমার পাষাণ মন বিষাদে মৃদুল
জোনাকির ব্যথাগুলো অন্ধকার পুকুরের জলের ভেতর পড়ে জল হয়ে জ্বলে
নীলতিমি জল ছেড়ে পাড়ে উঠে বসে আছে মরণের অপেক্ষায় সব দলে দলে
বেসুরো গলায় ঝিঁঝিঁ বেদনার গান গায় সব মিলে মিশে এক অপার্থিব রাত
যে নৌকায় ভেসে সব স্বপ্নরা দেখেছে রাত সেই নৌকা বাঁশঝাড়ে হয়ে আছে কাত
কালিমাখা কাগজের সব কালি উবে গেছে কালিহীন কবিতারা রাতের আশায়
অথচ এখনো রাত, রাতের আঁধার সব কালি হয়ে আছে মনে- মনের ভাষায়
বারান্দার চেয়ারটা ধীরে ধীরে ক্ষয়ে যায় ওখানে কবিতা হতো কোনো এক দিন
দেয়ালঘড়ির কাঁটা ধীরে ধীরে থেমে যায় তুমি হীন মনখানি বিষাদ বিপিন