চিরায়ত ব্যথা, ভালোবাসো জানি ;এতো কেনো বাসো তবে?
কেনো এত গাঢ় বেদনা বাসর অনিবার অনুভবে?
সবাই ছেড়েছে, পর কী আপন বাতাসও মধ্যরাতে
তুমি তবু আছো প্রণয়িনী ব্যথা ঘুমহীন বিছানাতে।


চিরায়ত ব্যথা, প্রিয়া প্রণয়িনী, ভয় পেয়ে যাও বুঝি?
কেউ নেই তাই, চলে গেলে তুমি ;ফেরাবো তোমাকে খুঁজি।
তুমি চলে গেলে একাকী আমার কথাগুলো কারে ক'বো?
তুমি আমি মিলে অদ্বিতীয় কোনো চিরায়ত সাথী হবো।


এইবার শোনো, তোমার জীবন, কোথা হতে তুমি এলে,
কী করে এমন আমার গভীরে চিরতরে ঠায় পেলে!
একদা মনন খুঁজে পায় তার পরিপূরকের দেখা,
পড়ে নাও সব বেদনা, তোমাতে সেসব রয়েছে লেখা।
কেনো তাকে আমি পাই নি হৃদয়ে পড়ে দেখো কালো রাত্রি।
...বুঝলে বেদনা? কেনো আমি আজ একাকী বিষাদ যাত্রী!


চাঁদহীন রাত যা-ই হবে হোক থেমে নেই পথ চলা
থেমে যাবে না কো ব্যথাদের সাথে প্রণয়ের কথা বলা।
চোখে জল নিয়ে সহসা আবার ব্যথাদের সাথে হাসি
জীবনের সাথে ব্যথারা মিশেছে; কারে বলি ভালোবাসি!