আমিও কী ভালোবাসি তোমাকে তোমার মতো;
তুমি তাকে ভালোবাসো যতটা ভীষণ
আমিও কী ভালোবাসি
রাতভর তাই চোখে চোখে;
নিজেকে দেখার মতো - অন্ধকার জমে ওঠে না কো
পৃথিবীর এ কেমন নির্মম নিয়ম,
প্রাণে প্রাণে এক তুমি একাধিক তাকে;
রেখেছো তোমার করে
আমাকেও কমবেশি রেখেছো তোমাতে
তাই তো আমার এত প্রেম, এত ব্যথা ফসিলের মতো
আমিহীন আমিত্বে অমর
ছেড়ে গেলে পারো তুমি সেইসব রাত নিয়ে একেবারে ছেড়ে;
কিম্বা তুমি তাকে আর ভালোবেসো না কো
তাদের সুখের কথা মনে এলে রাতে;
বেঁচে থাকা হয়ে ওঠে মৃত্যুর মতোন