'জীবন' কী অর্থ বয়?
করুণ রঙের রাঙা গাঢ় অন্ধকারে
পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে গেছি কত বার
খুঁজেছি- ঈশ্বর - প্রেম - কাম, কামনার অর্থ
সংগীত, সুরধ্বনি ; পৃথিবী কী কথা কয় তারে পুনঃপুনবার।
সবিশেষ অন্ধকারে ফিরে ফিরে আসি
তাই, নীরবে বসেছি হেথা যেখানে আকাশে
আলো নেই, জ্যোৎস্না নেই
তারপর অন্ধকারে দু'হাত ডুবিয়ে
অন্ধকার চিরে আরো অন্ধকার নিয়ে
আমার গায়ের মাপে কবর খুঁড়েছি
নিজেকে সেখানে রেখে, ফের অন্ধকার দিয়ে
কবর দিয়েছি - নিজেই নিজেকে
পৃথিবীর ব্যস্ততার সমাচার - এর ধার, ওর ধার - ধারিনি যে আর
আমার সকল কিছু - পরিজন পরিবার
আলোক-নক্ষত্র আর ঘোলা চাঁদটিকে
একাকী ছেড়েছি আজ - মন ভালো নেই


তাই এই আঁধারে আঁধার খুঁড়ে
নিজেকে নিয়েছি ঢেকে - আরেক আঁধার টেনে এনে
পৃথিবীতে অর্থবহ কোনোকিছু নেই জেনে
গলা ঝেড়ে বলেছি আকাশে:
"আমাকে যে ভালোবাসে
আমার যে পাশে বসে -একাকী নিশীথে
(তার সংগীতে)
ছেড়ে যেয়ো না কো - অনন্ত আঁধার!"