ভীষণ রকম ব্যস্ত, আমার ঘর্মাক্ত শার্ট সেঁটে আছে গায়ে
জানালায় চোখ পড়ে, ব্যস্ত নগরীর বুকে গর্জে ওঠে কল
বহুদূরে রমণীর ভালোবাসা ছেড়ে আছি জীবনের দায়ে
প্রতীক্ষায় প্রণয়িনী,  দীর্ঘ প্রতীক্ষায় তার বিরহী অনল


'কখন ফিরবে ঘরে!' ঘরের দ্বারের পরে চোখ রাখে পেতে
অগোছালো শাড়ি তার আয়নায় চোখ রেখে আবারো গোছায়
ঘর্মাক্ত নাকের ঘাম মুছে ফেলে আবারও চায় ঘেমে যেতে
আমার স্নেহের ঠোঁট মুছে দেবে ঘাম তার এমন আশায়


আমার ভীষণ কাজ, বিকেলটা শেষ কবে! রাত হয়ে গেছে
ব্যস্ত হয়ে থাকি কাজে, প্রণয়িনী মেতে যায় সাংসারিক কাজে
ঘুম থেকে শিশু উঠে স্তন চুষে খেতে খেতে ফের ঘুমায়েছে
'আসতে হবে না আর ' প্রণয়িনী ফোন কলে রাগ ঝাড়ে ঝাঁজে


নাকের ডগায় তার ঘামের নোনতা ফোঁটা শুকায় আবার
এদিকে কাজের চাপ সময় হয় না আর বাসায় যাবার।