মনে মনে যদি ভালোবেসে থাকো, তবে তুমি-
একটি ফুলকে গেঁথে রেখো চুলে ভালোবেসে।
ফুলের সুবাস আমার মনের কথামালা,
তোমাকে শুনাবে হৃদয় ভরাবে সুগন্ধে।


বাতাসে কখনো ভেসে গেলে চুল যেতে দিও,
ভেবে নেবো আমি উড়োচিঠি ছিলো চুলগাছা;
বহুদূর থেকে ধরে নেবো দেখো সেই চিঠি,
পড়ে নেবো চিঠি গেঁথে নেবো প্রাণে , ঠিক দেখো


মনে মনে যদি ঘৃণা করে থাকো, তবে তুমি-
ঘৃণা ভরে ওই মাটির বুকেতে চাঁট দিও;
মাটি হয়ে আমি নেবো সে আঘাত বুক পেতে।


আমার স্বরণে কখনো তোমার রাগ হলে,
আকাশের বুকে চোখ লাল করে রাগ ঝেড়ো,
বজ্রপাতের মেঘ হয়ে আমি পুড়ে যাবো।


মনে মনে যদি ভালোবেসে থাকো, তবে তুমি-
রাতের আঁধারে পুবের বাতাসে গান গেয়ো।
মনে মনে যদি ঘৃণা করে থাকো, তবে তুমি-
পুবের বাতাসে গুঁড়ো করে কিছু বিষ ছেড়ো।


মনে মনে যদি ভালোবেসে থাকো, তবে তুমি-
রোদের আঁচেতে ভেজা চুলগুলো খুলে দিও,
রোদ হয়ে নেমে শুকাবো তোমার- চুলগুলো।
মনে মনে তুমি ঘৃণা করো?
কী জানি তোমার ঘৃণার ভেতর কত প্রেম!
তবে জানি,
জলভেজা দিন বাতাসের ঘ্রাণে তুমি আছো,
পুবের বাতাসে ভেসে তুমি বিষ -ভালোবাসা।