কে তোমাকে প্রশ্ন করে-  "কেমন কেমন আছো?"
কার কথাকে পদে দলে কাকে নিয়ে বাঁচো?
"আমায় তুমি নাও না তোমার-তোমার করে"
এই কথাটি বলছি না যে একটিবারও
ভুলগুলোকে শুধরে তুমি, বোঝাও আমায় পথের নিশান
চাঁদ চাদরে আবৃত মুখ, স্নানের শরীর - দাবদাহে প্রাণ
এমন দ্বিধায় দগ্ধ করে আর কতকাল এ লাঞ্ছনা?
খোদার দু'হাত স্পর্শে তোমার আযাযিলের প্রবঞ্চনা
না কি আমার সবটুকু ভুল - ঘুম ভেঙে দাও দু'পা টেনে;
কাঁদুক শিশু সত্য জেনে
মরুক তবু শেষ তিয়াসে বিষের বিরূপ প্রতিক্রিয়ায়
তোমার হাঁসি ভালোবাসি - ভালোবাসি - কাঁপুক শিরায়
সত্য জেনে সেদিন যদি আবারও তা বলতে পারি
আবারও সব করতে পারি, আগে যে-সব স্বপ্ন ছিলো - সখের নারী!
যে গোলাপে হৃদয় রেখে নিত্য দিতাম - আবার প্রেমে জন্ম নিতো নতুন হৃদয়
তার কি আবার জন্ম হতো সত্য জেনে বারংবারে?
ফুল ফোটাতে আলো লাগে - সুগন্ধ তার অন্ধকারে
তবু আমায় বলে দেখো সত্যটা কী- হাহুতাশে
যে কোমলে থাকতে জানে, সে থেকে যায় সকল ত্রাসে
আজ তোমার ওই চুলের বেণী যেমন আমায় কোমল করে
আজ যেমন ওই পথের আলাপ সারিয়ে ফিরি যমের ঘরে
দেখো তেমন করি কি না, সেসব জেনে - যেসব তুমি গোপন করো
যখন আমায় ছোঁও তুমি আজ, তখন কি ঠিক আমায় ধরো?
বলার কথা, বলিনি তাও - এমন কিছু জানতে চাও কি?
বলতে পারো, আমার সুরে, ছন্দে কিম্বা স্বপ্নদোষে!
যখন তোমার কাছে বসি, তখন কত কাছে আমি থাকতে পারি - জানার আছে?
আমার হাতে হৃদয় পোড়ে বিফল ছাঁচে?
নতুন করে গড়তে তোমায় চাই না আমি কোনোদিনও
তোমার ভেতর যা-যা আছে তা-ই দিও, রোগ যদিও
বসন্তে ফুল - ভোমর আসে, তুমি আমার বসন্ত নও - অনন্তকাল
শরীর ছোঁয়ার মধ্যে যখন হৃদয় মাকাল
তখন আমায় বুঝতে দিও, শুনতে দিও সত্যটিকে
ঘুমের আভাস ভেঙে দিও, ভেঙে দিও করোটিকে
চাঁদ চাদরে আবৃত মুখ, স্নানের শরীর, দাবদাহে প্রাণ
এমন দ্বিধায় দগ্ধ করে - আর কতকাল এ লাঞ্ছনা?
খোদার দু'হাত স্পর্শে তোমার আযাযিলের প্রবঞ্চনা
না কি আমার সবটুকু ভুল - ঘুম ভেঙে দাও- দু'পা টেনে;
কাঁদুক শিশু সত্য জেনে
মরুক তবু শেষ তিয়াসে বিষের বিরূপ প্রতিক্রিয়ায়
তোমার হাঁসি ভালোবাসি - ভালোবাসি - কাঁপুক শিরায়।
মুক্তি তুমি চাও যদি বা শেষরাতে শোক ভুলের প্রকাশ
ঘুমের মাঝে, প্রেমের ঘোরে - স্বপ্নভাঙা প্রচণ্ড শ্বাস
বুঝতে দিও আমার কাছে - যখন আসো - তখন তুমি কোথায় থাকো।
যখন তোমার হাতটি রাখো চাঁদ ছুঁয়ে হিম বুকের 'পরে
তখন তুমি কোথায় রাখো হাতটি তোমার, কার পাঁজরে?
সব জেনেও যদি তোমায় বলতে পারি - 'ভালোবাসি' নির্দ্বিধাতে
গোলাপ ফুলে হৃদয় রেখে তুলতে পারি তোমার হাতে
তবে তোমার প্রাপ্য জেনো এমন হৃদয়, এমন প্রণয় অনন্তকাল
না হয় তুমি তা-ই পাবে, যা আসলে প্রাপ্য তোমার, তোমার তখন বিরূপ কপাল
হঠাৎ-ই খুব পাল্টে যাবে।