ব্যথাগুলো এত বড়ো সুবিশাল মেঘ
হৃদয় গহীনে থাকা সামান্য সীমায়
কী করে লুকাই বলো এ মহা অসীম?
তাই আমি অসীমের দ্বারে চলে যাই
তাই আমি এতবার মরে যেতে চাই


নিদারুণ ব্যথাদের অসীমতা নেবে
মৃত্যুর অসীম ধারে অসীম সীমায়
তাই আমি অসীমের দ্বারে চলে যাই
তাই আমি বারবার মরে যেতে চাই


জীবনের ক্ষমতাটা কতটুকু আর
অনন্ত অনন্তকাল কে নেবে এ ভার
কার বুকে ডুবে যাবে এ মেঘ ব্যথার
কোথায় বা পাই বলো এ মহা অসীম?
একটাই পথ শুধু খুঁজে খুঁজে যাই
অসীমে অসীম রেখে যদি সুখ পাই