অস্পষ্ট স্বপ্নের ঘোরে,
দেখি আমি দীপ্তিময় এক জোড়া চোখ।
যেনো অসীমের জানালা খুলেছে কেউ;
আমি অসীমে হারিয়ে যাই;
আমি ডুবে যাই;
এতো বেশি ডুবে যাই অসীমের গভীর অতলে -
মনে হয় এ সুখ আমার নয়;
এ সৌভাগ্য আমার না।
আঁধারে আড়ালে ডুবে,
অচেনা মুখাবয়ব -
এক মুহুর্তে বিলীন হয় সব;
আমি স্বপ্নে স্বপ্নকে চেয়েছি আরো-
আরো দীর্ঘক্ষণ জুড়ে;
কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেছে।
এরপর আমি বারবার দেখতে চেয়েছি;
একই স্বপ্নকে বারবার দেখতে চেয়েছি;
যতবার ঘুমিয়েছি -
স্বপ্ন অনেক দেখেছি-
কিন্তু কোনোদিন তারে আর - কখনো দেখিনি।