থমকে গিয়েছে রাত
সারাজীবনের পাপে - থমকে গিয়েছে মৃত্যু
শুধু চলে শরীরের আগাগোড়া চষে ফেলা গণিকার নৃত্য;
কোনো এক পাপের প্রকোপে তার ধারালো পায়ের পাতা;
চষে ফেলে বুক বাহু হৃদয়ের হাড়
আর সব থেমে গেছে- সময়, সমুদ্র স্রোত;
দুরন্ত হরিণী তার- জীবনের দাম ভুলে থেমে গেছে হায়;
মরণ কোথায়?
আর কত দূরে?
এখানে নরক এসে নৃত্য জুড়ে দেয়;
কী পাপ করেছি আমি?
সব পাপ পাপী করে না হে!
কিছু পাপ জন্মগত থাকে বলে;
পৃথিবীতে আজো আছে পরিতাপ,
মধ্যরাতে নীরবতা ভাঙ্গে আজও অপার্থিব হাসি