মসজিদে অসাম্প্রদায়িক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ছিলো।
এক প্যাকেট বিরিয়ানি পেয়েছি।
ইয়াবার ব্যবসায় উন্নতিতে এখন কেউ মসজিদে মিষ্টি - বিস্কিট দেয় না;
বিরিয়ানি আর বিরিয়ানি।
হিন্দুদের অনেকে উঁকিঝুঁকি দিয়েছিলো- ওরা পায় নি।
ওদের অসাম্প্রদায়িক পার্টি আলাদা; ওরা মন্দিরে পায়।
আমার হাতের বিরিয়ানির প্যাকেট নিয়ে রহমতের জন্য বাইরে দাঁড়িয়ে আছি;
রহমত বেশ্যার দালাল; শুক্রবারের জুম্মার প্রাঙ্গণ ছাড়া ওকে কোথাও পাওয়া মুশকিল।
ও আসতেই বিরিয়ানির প্যাকেট থেকে লোকমা তুলে খাইয়ে দিলাম;
আজকে তাদের আন্দোলনের সফলতা উপলক্ষে - এ লোকমা তার প্রাপ্য।
সমাজ উন্নত হয়েছে;প্রগতি আর ধরে রাখে কে!
বেশ্যার বেশ্যা ভোগের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে;
ওরা এবার খদ্দেরের টাকায় আরেক বেশ্যার খদ্দের হবে;
প্রগতি আর ঠেকায় কে!


বাসায় ফেরার পথে এক ভিক্ষুককে দেখলাম -
নিউইয়র্ক টাইমস'র যে পাতায় আর্টিফিশিয়াল অর্গান তৈরিতে বিজ্ঞানীদের সাফল্য লেখা হয়েছে;তার পাতায় শুয়ে ঝিমাচ্ছে;
মনে মনে ভাবছে - লেংচাদের উপার্জন ভালো;


আমি ভাবছি - প্রগতি আর ঠেকায় কে!


স্কুল থেকে মাইকের শব্দ আসছে, করোনাকালীন অবকাশের সুবাদে স্কুলে বর্তমান সরকারদলীয় জনসভা;
তাতে - শিক্ষা খাতে বাজেটের পরিমাণ শুনে প্রগতিশীলরা করতালি দিচ্ছে;
আমারও ডাক পড়লো ;
অংশগ্রহণ বাধ্যতামূলক।
আমিও করতালি দিচ্ছি ;


প্রগতি আর ঠেকায় কে!