ভুলভাল ডাক শুনে বারবার ফিরে ফিরে আসা
এখনো যে চোখে চোখ বারবার খুঁজে ভালোবাসা
ঘৃণা নেই, ক্রোধ নেই- চাহনির অর্থ কী যে হয়!
মুখে কোনো ভাষা নেই- চোখ দুটো মহা সংশয়
খুব কাছে এসে ফের খুব দূরে সরে যাও ধীরে
আবার সুযোগ পেলে ছোঁয়া দাও মনের গভীরে
এতটা নির্ভরশীল তোমার মনের কাছে মন
কাছে পেলে আরো কাছে চাই ;তাই দূরে ঠেলি রাগে
খুব কাছে থাকো তুমি তবু মন বিষাদ বিজন
বিজনতা কাটাতে কী আরো বেশি কাছে আসা লাগে?
কাছে এসে চাঁদ হয়ে জোয়ার জাগাও মন জলে
ততটুকু কাছে এসো যত কাছে আলেয়ারা জ্বলে
থমকে থেকো না তুমি চাঁদের মতোন দূরে সরে
নেমে এসো চাঁদ গলে জোছনার মায়া হয়ে ঝরে।
নয়তো উড়াল দাও, বহুদূর চলে যাও তবে
দূরের আকাশ কভু নেমেছে কখনো হীন ভবে?
অর্থহীন চোখে তুমি লিখে দিও ভালোবাসো কী না
ভালো যদি না-ই বাসো চোখে চোখে ছুঁড়ে দিও ঘৃণা
ঘৃণা আর ভালোবাসা দু'য়ের ভেতর তবে আর
অর্থ খুঁজে চোখে চোখ দেবে না যে আকুল সাঁতার