আমি চেষ্টা করলে পারি
  ওইসব স্মৃতি টিতি ভুলে গিয়ে
   রাতভর ঘুমিয়ে কাটাতে;
     আমি পারি


তবে কেনো মনে রাখি?
দেয়ালে দেয়ালে খোঁজে,
   পাখি শুধু মুক্তির খোঁজ -
     মুক্ত পৃথিবীতে আছে তার সুখ


আমি তবে কেনো সুখে ডুবে যাই
   কেনো তারে মনে রেখে
      এত এত সুখ পাই?


আমি কী অনাথ পাখি;
   যার আর পৃথিবীতে কেউ নেই?


উড়ে গিয়ে মিশে যাবো
  হাজার পাখির ভিড়ে
    দিনের শেষের ভাগে
       চেনা এক সংসারে ফিরে;
          বলবো যে - এ রাত কী সুন্দর আহা!


এমন কী কেউ আছে আর,
   যার কাছে চলে গেলে মুক্তি?
      কী দারুণ নিদারুণ মুক্তি!


কার কাছে যাই বলো?  
  স্মৃতি টিতি ভুলে গিয়ে
    কোনমুখ পাবো বলো;
    কোন সে মুখের ছবি
    মন-প্রাণে ঠায় পেলে মুক্তি?


তার চে' ভীষণ ভালো
চেনাজানা মুখটাকে জড়িয়ে
  এই রাত ঘুমহীন চলে গেলে
    নিদারুণ ব্যথাময়
সুখ নেই - তবু থাকে সুখের বিষাদ
একটি অনাথ পাখির বন্দী খাঁচায়