কতটা সময় গেছে -এখনো রেখেছো মনে, আমাকে কী আর;
মনে আছে নাম শুধু ;এর সাথে ভাবাবেগ- আছে কী তোমার?
মনে আছে শুধু ছবি; না কি তার সাথে আরো -অনুভূতি জাগে;
মনে হলে ব্যথা পাও; না কি শুধু মনে করো প্রচণ্ড বিরাগে?
জানি আমি মনে পড়ে, আমাকে তোমার খুব- মনে পড়ে জানি;
আমিও তোমাকে আজো - ঘুমের মতোন কোরে, চোখে টেনে আনি।
কিছুটা ব্যথার ছোঁয়া, কিছুটা আনন্দ পাই - তুমি এলে মনে;
যেমন আঁধারে আলো; জোনাকিরা ঘুরে ফেরে- নিষিক্ত ভুবনে।  
যেমন পাখির বুকে - পালকেরা উড়ে তবু ঝরে পড়ে না কো;
তেমনিভাবেই তুমি - মনে গেঁথে উড়ে যাও ;তবু মনে থাকো।
বিবর্ণ রাতের মতো আমাকে জড়িয়ে রাখো - ধরাছোঁয়াহীন;
কাছে থাকো, পাশে থাকো; তোমাকে পাওয়া তবু; ভীষণ কঠিন।  
মনের কোথায় যেনো লুকিয়ে রয়েছো তুমি- পাই না যে খুঁজে;
মনের বিরুদ্ধে মন, সাপ আর নেউলের মতো রণ যুঝে।


না পাওয়া তুমিটাকে, এতটা পেয়েছি আমি; এতটা না পেয়ে;
অনির্ণেয় অবস্থানে - লুকিয়ে রয়েছো তুমি, আমিময় ছেয়ে।
এখনো কী মনে হলে -চোখ জ্বলে জলে জলে, মুখ ঢেকে নাও;
এখনো কী মনে মনে- আমাকে তোমার ভেবে-  বাসর সাজাও?


আমিতো এখনো দেখি, একটি স্বপ্নের কথা কতবার বলি;
তোমার স্বপ্নের ঘোরে - এখনো যে পুড়ি আমি; অবিরত জ্বলি৷