নিহন্তা আমার, ঘাতকিনী প্রিয় নীল তারা থেকে উজ্জ্বল  
সাহসিনী চির , আমি ছাই রং, তুমি বিলাসিনী পিঙ্গল।
আমি গেঁয়ো ক্ষ্যাত; বুঝি না তোমায়- তুমি নেশাময় লাল মদ
আমি কিছু নই ;তুমি সব কিছু -পুঞ্জ মেঘ আর নীলনদ।
প্রাণ ধরে যদি টান দাও তবে পৃথিবীটা নিয়ে ছুটে যাই
তুমি উদাসীন, দরজা ভেজিয়ে ভেতরে আমায় ডাকো নাই।
নিহন্তা আমায় দূরে ঠেলে দাও, ডেকো না কো আর বারবার
আমি ছুটে গিয়ে ফিরে ফিরে আসি, তুমি ফের করো আবদার!
আর যাবো নাকো, খোদার কসম ;ডাক পেলে সব ভুলে যাই
শেষবার বলে, কত শেষবার!
পাই নি তোমায় কভু একবার;
কবিতা পেয়েছি হৃদয়ে তোমার কিছু তার আমি বুঝি নাই।


নিহন্তা আমার ঘাতকিনী প্রিয় ঐশ্বর্যের লাল মদ;
সেঁচে দাও এই রহস্য ভরাট বিভ্রান্তির নীলনদ।