হৃদয় বিরান ভূমি মরুর প্রান্তর,
নয়নের জলধারা ফুড়ালো শ্রাবণ,
শুকনো মলিন যত কামিনী কাঞ্চন,
সবুজ পাতার বুকে রক্তাক্ত অন্তর।
অনুর্বর পাথরের কঠিন মৃত্তিকা,
ফুটেনি জুঁই চামেলী সাহারা উদ্যান,
কোমল পাঁপড়ি জুড়ে বেদনার ঘ্রাণ,
নিশীথ হাসনা হেনা ম্লান মালবিকা।


মনের আকাশ নীলে বেদনা বিধূর,
ফুটিল কদম ডালে রূপের বাহারি,
বর্ষার ঘন বাদল তৃষিত চকরি,
সাত রঙে রামধনু মলিন ধূসর।
মেঘের পালকি উড়ে ভেঁজা চোখে দৃষ্টি,
বুকের জমানো ব্যথা অবিরাম বৃষ্টি।