একটি রজণী
শপথ


আল্লাহ নবী দুজনে মেরাজে গোপনে,
দুই বন্ধু প্রেমালাপে হল মশগুল,
ভালবাসা প্রকাশিতে আল্লাহ রাসুল,
বোরাকে চড়িয়া গেল উর্ধ আসমানে।
আল্লাহর বাণী নিয়ে দূত জিব্রাঈল,
উম্মে হানির কুটিরে হয়েছে হাজির,
সাতাশে রজব চাঁদ মেরাজ নবীর,
কদম চুমিয়ে করে প্রস্তাব দাখিল।


মুখোরিত কোলাহল থামে গতিবেগ
আকাশ পাতালে যত স্রষ্টার হুকুম,
সেজদায় অবনত পালনে উত্তম,
অবিশ্বাসীর অন্তরে ঘুমন্ত বিবেক।
দুনিয়ার সব স্থির ধরণী নিথর,
একটি রজণী কাটে সাতাশ বছর।