ভালো যদি লাগে এতো আমাকে পোড়াতে
জ্বালিয়ে আগুন বুকে চিতায় সাজাতে
ব্যথা দিয়ে যদি পাস সুখের আনন্দ
বিষাক্ত কাঁটা বিঁধাতে প্রতিশোধে অন্ধ
শাস্তি দিয়ে যদি হয় জীবনে স্বার্থক
বিরক্তির অজুহাতে তর্ক অনর্থক
ম্বার্থ যদি ভালোবেসে মিথ্যা অভিনয়
ঘৃণা করে অবহেলা নিত্য পরাজয়


অপরাধ যদি হয় তোকে ভালোবাসা
অনায়েসে ভুলে যাবো তোকে বলা ভাষা
সময় বদলে যায় জীবনের গতি
ভালো লাগা বয়ে আনে আপন দুর্গতি
সম্পর্কের লাভ ক্ষতি হিসাব কঠিন
ত্যাগে ভোগে প্রিয়জন পরিশোধে ঋণ