হাজার কথার ভিড়ে হারিয়ে নিজেকে
স্বপ্ন মায়ার বাঁধন অজানার দিকে
দূর থেকে চেয়ে থাকি যাকে আমি চাই
একা একা বুকে চাপা বেদনা বাড়াই
মুক্ত স্বাধীন জীবন ভালোবাসা মনে
পাশাপাশি চির সাথী ছায়ার সন্ধানে
হৃদয়ে গোপন ব্যথা দিন রাত কাটে
সুখ শান্তি চুরি করে নিয়েছে কে লুটে


জীবন চলার পথে আত্ম পরিচয়
কথা কর্ম ব্যবহারে নিত্য অভিনয়
হয়তো জানেনা কেউ কারো অভিমান
নির্মম নিষ্ঠুর এই পৃথিবী পাষাণ
দেহ মন অকারন বিচ্ছিন্ন স্মৃতিতে
অনায়েসে ভাঙ্গে গড়ে আপন গতিতে