হে ঈশ্বর এ জীবন তোমার অধীন
জন্মিলে মৃত্যুর জন্য অপেক্ষা কঠিন
বেঁচে থাকার আনন্দে খুঁজেছি উপায়
পরিশ্রম যত বৃথা তোমারি কৃপায়
দায় কি নেই তোমার মিটাতে বাসনা
মুক্ত স্বাধীন চিন্তায় অভাবে যাতণা
প্রয়োজনের যা কিছু মানুষের দ্বারে
ভিখারীর দশা আজ স্বভাবের জোরে


নম্র ভদ্র বিণয়ের সুন্দর চরিত্র
বুঝিতে অক্ষম আমি শত্রু আর মিত্র
মিথ্যার মুখোশে ঢাকা অদৃশ্য কল্পণা
সত্যের সন্ধানে পৌছা নির্মম সাধনা
সহযোগীতা চাইনা তবুও বিপদে
নিশ্চিত আশ্রয় কেন নেই নিরাপদে