জ্বলছে লাল আগুন কৃষ্ণচুঁড়া বনে,
পলাশ শিমুল ফোটে পত্র শাঁখে শাঁখে,
ফুলেরা আবিরে রাঙ্গে পাঁপড়িতে মেখে,
সবুজের সমারোহ প্রকৃতির মনে।
দখিণা মৃদু হাওয়া নাচিল কানন,
কোকিলের কুহু তানে মিষ্টি কলরব,
চঞ্চল ভ্রমর খুঁজে ফুলের সৌরভ,
পাপিয়া আকু্ল সুরে প্রেম নিবেদন।


তৃষিত চাতক চাহে আকাশের পানে,
উদাসী ময়ুর একা কাতর বিরহে,
যমুনা নদীর তীরে বাঁশি বাজে দ্রোহে,
ফাগুন ঢোলের কাঠি জীবন যৌবনে।
বাতায়ন খোলে দিল হৃদয় সকাশে,
তাপিত প্রাণ জুড়াতে বসন্ত বাতাসে।