হে মহা বিচারপতি ন্যায় বিচারক
শক্তি ক্ষমতায় আমি অনেক দুর্বল
জালিমের অত্যাচারে নির্যাতিত হক
পাইনি মান মর্যাদা ঝরে আঁখি জল
দায়িত্ব পালনে যদি অধিকার থাকে
অর্থের মাপকাঠিতে হয় কি বিচার
ভালোবেসে প্রতিদানে মানদন্ড বেঁকে
তোমার ঐ আদালতে নালিশ গুজার


অকৃতজ্ঞ বেঈমান স্বার্থ লোভী মন
জীবন হিসাব করে মানুষের সাথে
ভাঙ্গা গড়া সম্পর্কের শত্রু দুশমন
বিশ্বাসের ধোঁকা খেয়ে কাঁদে দিবা রাতে
সহজ সরল প্রানে কষ্ট আর্তনাদে
ন্যায় বিচারে শান্তনা যাচে ফরিয়াদে