নিদয়া নিঠুর বন্ধু দয়া মায়া নাই,
বিপদে পতিত আমি অকুল সাগরে,
তীরের সন্ধানে সদা ডুবেছি গভীরে,
পারের কান্ডারী ভবে কোথা খুঁজে পাই।
যত ভালোবাসি তোরে তত অবহেলা,
মিছে অপরাধে শাস্তি দিলে অভিশাপ,
নিত্য অাহাজারি কত পাপে অনুতাপ,
তপ্ত হৃদয়ের ব্যথা মাঝি আত্মভোলা।


জগতের স্রষ্টা তুই আপন ইচ্ছাতে,
পৃথিবীতে নর নারী সুন্দর সৃজনে,
জীবনের খেয়া ঘাটে ভাটির উজানে,
ভাসমান ভাঙ্গা তরী আঁধার আলোতে।
ভুলিয়া গেলি এখন মায়ার বাঁধন,
প্রকাশ্য সুপ্ত রহস্য অদৃশ্যে গোপন।