বনমালী
শপথ


বৃন্দাবনে রাধা খুঁজি কৃষ্ণ বনমালী,
আসবে কি বিনোদিণী যমুনার কূলে,
বাঁশির সুর শুনিয়া লোক নিন্দা ভুলে,
প্রেমের অসুখে বধ্য চরণের ধূলি।
কি রুপ হেরিল শ্যাম নন্দের গোপাল,
চোখের পলকে দেখে পুড়ে তবু হিয়া,
কেমনে নিভে অনল নয়নে কান্দিয়া,
জীবন যৌবন সপে প্রেমের কাঙ্গাল।


কুঞ্জবনে অপেক্ষায় প্রাণনাথ শ্যাম,
রাধা রাধা জপে বাঁশি অন্তরে বেদন,
রাঙ্গা চরণে শ্রীমতি আসবে কখন?
মোহন বাঁশির সুরে ডাকে অবিরাম।
আমি যদি যাই মরে পরজনমে সে,
থাকবে বনমালীর হৃদয় আকাশে।।