ও চোখ অপলক কি দেখিতে খুঁজিস
তোর জল ভরা নদী উত্তাল জোয়ার
মনের আনন্দে কেউ দিবেনা সাঁতার
ঢেউ ভাঙ্গা তীরে এসে কি আশা বাঁধিস
কত খানি উষ্ণ পানি অশ্রুধারা বয়
ফোটা ফোটা মুক্তা ঝরে অবিরাম স্রোতে
শীতল হতে কে আসে পিপাসা মিটাতে
গভীরে সন্ধান করে ডুবুরী কে হয়


ভিজিয়ে দিয়েছিল যে সুখের প্লাবনে
সে তো জানেনা কোথায় চোখের মণিতে
গোপনে রেখেছি তারে দৃষ্টির সীমাতে
জুড়াতে মনের জ্বালা চোখের স্বপনে
ভেসে যদি যায় কভু বন্যার কবলে
চোখে জাগে বালুচর ভাটায় ফুড়ালে