তুমি দয়ালু মহান ডাকি চিরকাল,
খুজেছি মনের বনে রুপের মেছাল।
জলে স্থলে বিরাজিত নিরাকার জাল,
যুগ যুগান্তের স্বাক্ষী বিশ্বে মহাকাল।
ভাবনার আদি অন্তে অস্তিত্ব বর্ণনা,
বিশ্বাস অন্তরে গাথি প্রশংসা রচনা।
ভক্তি সেজদা পুজায় যাচি আরাধনা,
ইবদতে মশগুল করিতে প্রার্থণা।


তোমার করুণা ছাড়া কি আছে আমার?
সিন্ধু হতে বিন্দু দান কৃপার মহীমা ,
ভুল ত্রুটি অপরাধ কর যদি ক্ষমা,
শান্তি সুখের পরশ শ্রেষ্ট উপহার।
দিবা নিশি কাদি আমি পাপী অপরাধী.
হে রহীম রহমান ডাকি নিরবধি।