ধর্মতলায়
শপথ


ধর্মতলায় আশ্রয়ে খুঁজিছে কি সুখ,
শান্তিনগরে অশান্তি নিত্য বসবাস,
ঈমানের বেঈমানী করে সর্বনাশ,
আল্লাহ ঈশ্বর হরি হয়েছে বিমুখ।
মসজিদ মন্দিরের পবিত্রতা নষ্ট,
মঠ গীর্জা জড় বস্তু মিথ্যার রাজত্ব,
সাধু সন্যাস মুমিন কোথায় মহত্ব,
ধর্মের নামে অধর্ম সবি পথভ্রষ্ট।


শাস্ত্রে আছে মানবতা মানুষের তরে,
বাইবেল ত্রিপিটক গীতা কুরআন,
সাধনে সিদ্ধ ভজন মানব কল্যাণ,
মানুষ মানুষে জ্ঞাতি পবিত্র অন্তরে।
পরিচয় ধর্মে দিয়ে লিপ্ত অপকর্মে,
কর্মের প্রতিফলন মানুষের মর্মে।