হাসি খুশির জীবন সুন্দর বাঁচায়,
স্বপ্ন আশার অতীত স্মৃতির পাতায়,
কত যে ভরসা ছিল জয়ের নেশায়,
সুখের সে দিনগুলি হারালো কোথায়?
বিশ্বাস অটুঁট ছিল আত্মবল বুকে,
সত্যের পথে নির্ভয়ে সাহসীর ডাকে,
সাজাতে বিশ্ব জগত কল্পণার চোখে,
ধন্য মানব জনম স্বার্থকতা এঁকে।


শিশুকাল পাড়ি দিতে আসিল যৌবন,
ভালোমন্দে দিদ্বা দন্ধ ভুলের প্লাবন,
কামনার ভালোবাসা হৃদয়ে ধারণ,
প্রাপ্তির অতৃপ্ত শিখা চিতার দহন।
বালুচরে মরিচিকা আলেয়ার লোভে,
ধৈর্য্যহারা আজ আমি হতাশায় ডুবে।।