এ যে চিরন্তণ সত্য জন্মিলে মরণ,
জগতে বাঁচার তরে ক্ষুধা তৃষ্ণা বুকে,
কাম ক্রোধ লোভ মোহে সাজিয়ে চিত্তকে,
মিছেই আশা ভরসা শুধু অকারণ।
অমৃতের সুধা পানে মিটেনি পিপাসা,
আহারে উদর পূর্ণ তবুও ক্ষুধার্ত,
অন্যায় অত্যাচারের উদ্ধারিতে স্বার্থ,
কুকর্মে লিপ্ত বিবেক পাপে সর্বনাশা।।


আসবে সমন যবে ফেরারী আসামী,
যমদূত গ্রেফতারে করেনি নোটিশ,
জামিনের আবেদনে নেই সুপারিশ,
চড়িবে ফাঁসির মঞ্চে সুখ শান্তি কামী।
ভব মঞ্চে লীলা খেলা যত অভিনয়,
সকল সম্পর্ক ছিন্ন কেউ কারো নয়।