কবি নজরুল
শপথ


বিদ্রোহী বিপ্লবী তুমি আগুন জ্বালাও,
নির্যাতীত নিপীড়িত মানুষের বুকে,
শৃঙ্খলের বন্দিশালা প্রতিবাদে রুখে,
কারার লোহ কপাট ভেঙ্গে ফেলে দাও।
প্রেমিক চির কুমার ফুটাও যে ফুল,
অবিরত শত শত মন বাগিচায়,
সুন্দর পৃথিবী সাজে সৌরভে মাতায়,
হৃদয় গগণে চাঁদ পূর্ণিমার দোল।।


ঐক্য সাম্য মানবতা মুক্তির সন্ধান,
স্বাধিকার স্বাধীণতা রণাঙ্গনে বীর,
সত্যের সংগ্রামীর নত নহে শির,
ধর্মীয় অনুশাসনে কবিতা ও গান।
দিক বিদিক হয়নি বিচরণে ভুল,
রৌদ্র বিভাষে উদ্দীপ্ত কবি নজরুল।।