কোন একদিন জানি ভুল ভেঙ্গে যাবে,
চারিপাশে প্রিয়জন আজ কত শত,
ফাগুন বসন্ত সুখ শান্তি অবিরত,
তবুও আমাকে খুব প্রয়োজন হবে।
অনায়েসে পরিপূর্ণ অনাবিল আশা,
ফেলে আসা স্মৃতিগুলো অতীতে হারায়,
ছবির মতই স্পষ্ট নয়ন পাতায়,
সেদিন বুঝবে তুমি প্রেম ভালোবাসা।


আমায় যদি তোমার মনে পড়ে কভু,
বুঝাতে পারিনি শুধু ব্যর্থ পরাজিত,
হৃদয় উজার প্রেম জনমে সাধিত,
ভুলের মাশুলে জ্বালা সুখে থাক তবু।
মরণের পরপারে যদি যাই চলে,
খুঁজবে সমাধি খুঁড়ে কেঁদে আঁখিজলে।