পাঠালো যেজন সৃষ্টি সুন্দর ভূবনে,
জীব জন্তু পশু পাখি জলে স্থলে মিলে,
হিংস্র, নিরীহ মানুষ সত্য মিথ্যা ভুলে,
নিকৃষ্ট, উৎকৃষ্ট জাতি ভালো মন্দ জ্ঞানে।
আসমান জমিনের অহেতুক দাবী,
আলো আঁধারে সাজানো দিবস রজণী,
মুক্ত নির্মল পবন হুতাশন পানি,
পৃথিবীতে সমাহার চন্দ্র তারা রবি।।


মানব জীবনে কেন আসিলাম ভবে,
দূর্বল চিত্তে বেদন অসহ্য যন্ত্রণা,
বাঁচার সন্ধানে মিছে গুরুর গঞ্জণা,
জাতি, ধর্মে ভেদাভেদ মানুষের তবে।
স্রষ্টার ঋণের দায় আদেশ নিষেধ,
মানুষের মুক্তি, শাস্তি শোধিতে বিভেদ।।