আসমান ভেঙ্গে পরে মাথার উপর,
ব্যথার কান্নায় ঝরে চোখে জলোচ্ছাস,
স্মৃতির আগুন জ্বলে বুকে সর্বনাশ,
ভালোবাসা অপরাধ আজব খবর।
মানুষের অপবাদ নসীবের লেখা,
নিন্দার কাঁটা ঘৃণায় বিঁধায় সকলে,
কলঙ্কের চিতা জ্বেলে পুড়ায় অনলে,
সতেজ অন্তরে প্রেম টুঁটে সীমারেখা।


নির্লজ্জ বোধ শক্তির বিনষ্ট সম্মান,
মর্যাদার উঁচু থেকে পতিত মাটিতে,
তুচ্ছ অবহেলা শুধু অবজ্ঞার স্রোতে,
বেহায়া মনটা সহে কত অপমান?
লাল বেনারসী শাড়ী চুড়ি গহনায়,
গরীব ধনীর প্রেম মিথ্যে হয়ে যায়।