কুকথা, কুকর্মে লিপ্ত কুপথে গমন,
অনিষ্ট চিন্তা ভাবনা অন্তরে বাসনা,
পরের ক্ষতি সাধনে কি পরিকল্পনা,
অশালীন ব্যবহারে রুঢ় আচরণ।
হিংসা নিন্দা ঘৃণা যত পঁচা আবর্জনা,
কাম ক্রোধ লোভ মোহ অতৃপ্ত পিপাসা,
লাগামহীন স্বার্থের খেলা সর্বনাশা,
ডাস্টবিনে পরিণত দুষ্ট মনকানা।


হৃদয়ে মরিচা পড়ে ন্যায় নীতি বোধ,
ব্যক্তিত্বের মহত্বকে কুলষিত করে,
চরিত্র আদর্শ বলি মিথ্যাকে আকড়ে,
অনাচার পাপাচার হ্রাস বৃদ্ধি রোধ।
সুন্দর পবিত্র মনে চাষ আগাছার,
মনের ময়লা কিসে হবে পরিস্কার?