মনের দরজা খোলে ভিতরে প্রবেশ,
অফুড়ন্ত ধন রত্নে গোপন ভান্ডার,
হীরা পান্না মণি মুক্তা সম্পদে পাহাড়,
মহাধনে ধনী হতে জ্ঞানীর আদেশ।
বিদ্যা শিক্ষা উপার্জনে কঠিন তপস্যা,
ভালো-মন্দ নিরুপনে সুন্দর চরিত্র,
ন্যায় নীতির আদর্শে জীবন পবিত্র,
পৃথিবীর সর্বশ্রেষ্ট প্রেম ভালোবাসা।


সততা অমূল্য ধন মানিক রতন,
হিংসা বিদ্বেষ বর্জনে জয়ী মানবতা,
মানুষে আপন পর হৃদয়ের গাঁথা,
কাম ক্রোধ স্বার্থ ত্যাগে সম্পর্ক স্থাপন।
লোভ লালসা অন্তরে জ্ঞানের অভাব,
দোষিত শিক্ষিত ব্যক্তি মুর্খের স্বভাব।।