অবুঝ শিষ্য
শপথ


গুরু হয়ে ভক্ত খুঁজা বোকামির কাজ,
শিষ্য আমি শিক্ষালয়ে নেই ভয় লাজ।
গুরুর গুরত্ব আছে শিষ্যের নিকট,
উকৃষ্ট গুরু পাওয়া মহা সংকট।
গুরুর কৃপায় ভক্ত সোনার মানুষ,
জ্ঞানের দরজা খোলে হৃদয়ের হুশ।
সাধু গুরু মুনী ঋষী ব্যক্তির কৃতিত্ব,
বিশ্বাস ভক্তিতে মিলে শিষ্যের অস্থিত্ব।


গুরুর আদেশ শিষ্য মাথা পেতে নিলে,
মানব বাগানে বৃক্ষ সাজে ফুলে ফলে।
গুরুর সম্মানে নত ঐ মস্তিষ্ক  শির,
আর্শিবাদ শিষ্যে খুঁজে চরণ ধূলির।
শ্রদ্ধা ভক্তিতে সম্মান মর্যাদা রচনা,
গুরুদেবের পাওনা ভক্তের দক্ষিণা।