বিদায় লগ্ন আমার সামনে আঁধার,
দুর্গম যাত্রার পথে ফেলে আঁখি জল,
হে প্রিয় কর না আর অশ্রুতে পিছল,
ঘনিয়া আসিল বেলা জীবনে এবার।
সময়ের স্রোতে ভেসে এপার ওপার,
মিলনের সহযাত্রী দুপারে দুজন,
বিচ্ছেদের মর্ম ব্যথা অন্তরে গোপন,
ভালোবেসে বুকে মাথা রাখ শেষ বার।


আমাদের সুখ শান্তি মধুর সম্পর্ক,
দৃষ্টির সীমা রেখায় বেদনার স্মৃতি,
মনের ঘরে বাজবে বিরহের গীতি,
দুঃখের পরশ প্রাণে ভুল ভ্রান্তি তর্ক।
আর্শিবাদে শেষ চুমু বসি কাছাকাছি।
দুয়া মাঙ্গি একসাথে ভেঁজা চোখ মুছি।।