অভাবে স্বভাব নষ্ট জ্ঞানী গুণী কয়,
চাই পাই নাই যত চাহিদার দানা,
কাম ক্রোধ স্বার্থ লোভ মোহের ছলনা,
দারিদ্রতা জীবনের অভিশাপ নয়।
ক্ষুধা তৃষ্ণা অনাহারে শান্তণার তৃপ্তি,
বিধাতার ভাগ্যলিপি ধৈর্য্যের পরিক্ষা,
ত্যাগে ভোগে মানুষের চরিত্রের দীক্ষা,
সত্য ন্যায়ে ভাল মন্দ চিন্তার সমাপ্তি।


টাকা কড়ি উপার্জনে কম বেশি হয়,
হালাল হারাম পন্থা নির্ধারণে ভুল,
ধনী গরীব বৈষম্য জগতের মূল,
রাজা প্রজা পরিচয়ে মর্যদা কি রয়?
অভাবে হতাশাগ্রস্ত নিত্য অধিকার,
সততা আদর্শ গড়ে শ্রেষ্ট কর্মকার।