তোমার প্রিয় সখের আমি পোষা পাখি,
আদর যত্নে সাজানো দেহ খাঁচা গড়ে,
বন্দি মায়া মমতায় জগত প্রিঞ্জরে,
দয়া করে যা শিখাও তাই আমি শিখি।
শিখাইলে ভালো কিছু নির্ভুল সঠিক,
আমার কি সাধ্য আছে মন্দকে জানার,
সুপথে কুপথে যেথা শক্তিতে চলার,
সুমতি কুমতি আমি হারাই যে দিক।


ভালবেসে দিবানিশি আনন্দে হাসাও,
ক্ষুধা তৃষ্ণা জ্বালা বুকে ধৈর্য্যহারা আমি,
সুখ শান্তি মিছে আশা জাগালে যে তুমি,
কাঁদাইলে কাঁদি শুধু যেভাবে বাঁচাও।
ওগো দয়াময় প্রভু শিখাও সে বুলি,
অনুগত এই আমি নাচে গানে বলি।।।