😹জীবনের পণ😹
    শপথ


সিন্ধু সাগরে ডুবুরী, সেচে মুক্তা আনে,
মঙ্গলে চড়ে নেশায়, মহাকাশ পানে।
চন্দ্র, সূর্য, গ্রহে যাচ্ছে, উপগ্রহে উড়ে
যন্ত্রণার বাঁধা ভুলে, হিমালয় চুঁড়ে।
সন্ধানীরা কি আশায় ? ছুটে অভিযানে,
দুঃসাহসী প্রাণের ,ভয় কি মরণে?
শিকলে আবদ্ধ, কেউ, করেনি জীবন,
আকাশ, পাতাল, দিগ -দিগন্তের পণ।


যুগ যুগান্ত খুজেছে বিশ্ব জগৎকে
কোন বলয়ে পৃথিবী ঘুরে ঘুর্ণিপাকে
উল্কার গতিতে চলছে দিক বিদিক
জীবন যুদ্ধ জাহাজ, নির্বিক নাবিক।
প্রতিজ্ঞা, জয়ের নেশা,  এ বিশ্ব ভূবন,
পৃথিবীর বুকে বুঝি ,জীবনের পণ।