মানুষ পথিক বেশে ঘুরে দেশে দেশে,
সুখের সন্ধান পেতে স্বপ্ন আশা চোখে,
জগত আপন ভেবে দুঃখ কষ্ট বুকে,
থমকে দাড়িয়ে কেন শুধু কাঁদে হাসে।
জীবন প্রদীপ শিখা নিশি দিন জ্বেলে,
চাওয়া পাওয়া কত ক্ষুধা তৃষ্ণা রোগে,
অভাবে স্বভাব নষ্ট স্বার্থ লোভ ভোগে,
সুন্দর বাঁচার তরে প্রেম প্রীতি ভুলে।


প্রবাসে ক্ষণিক যাত্রা মানব জীবন,
সময় হিসাব কষে স্বাদের দুনিয়া,
অতিথী বিদায় করে কর্তব্য ভাবিয়া,
সঠিক গন্তব্যে পৌছা দুর্গম কঠিন।
সঙ্গীহীন একা চড়ে নির্ধারিত রথে,
একদিন চলে যায় অজানার পথে।