প্রতিবাদ
শপথ


অত্যাচারী অপরাধী যেমন কুকুর,
মহৎ ব্যক্তি সমাজে তেমন মুঘুর।
সোঁনার পিতলা ঘুঘু থাক হুশিয়ার,
সততা আর আদর্শ শ্রেষ্ট তলোয়ার।
শোষনে লুটতরাজ অন্যায় শৃঙ্খল,
জাগ্রত জনতা আজ ভাঙ্গিবে শিকল।
নির্মম শাসকগোষ্টি হও সাবধান,
শয়তানী নির্যাতন কর অবসান।


বারে বারে ঘুঘু এসে খেয়ে যায় ধান,
ফাঁদ পেতে কে তাদের কেঁড়ে নিবে প্রাণ।
চোরে দশ দিন পেলে সাধু একদিন,
অপরাধীরা শাস্তিতে পরিশোধে ঋণ।
দশের লাঠি একত্রে একজনে বোঝা,
শক্তিশালী দুশমনে দিতে পারে সাজা।