তোমার আমার মাঝে কেন এ আড়াল
নাওনি আপন করে জগত কাঙ্গাল
এখানে ওখানে খুঁজি যেখানে যখন
হারিয়ে ফেলেছি যেন সুখের ভূবন
যাকে ভেবে সারাবেলা প্রান ভরে ডাকি
কথার মুকুলে গাঁথি যার ছবি আঁকি
হতে পারিনি যে তার পথ চলা সাথি
আমার জীবনে তাই চরম দুর্গতি


সে ভয়ে শঙ্কিত নয় প্রেমিক হৃদয়
ভালোবাসা পুঁজি ধনে বাঁচার সঞ্চয়
যা আছে উজার করে তোমার আনন্দে
নিন্দার কলঙ্ক হার আপন পছন্দে
প্রেমের যে স্বরলিপি লিখে দিলে তুমি
মনের মাধুরি নিয়ে সুরে গাই আমি