ঝিকি মিকি তারা জ্বলে চাঁদ দেয় আলো,
পূর্ণিমার জোসনায় আঁধার বিলীন,
ঝিঁ ঝিঁ পোকা মিটি মিটি সবুজে রঙিন,
আকাল পাতাল জুড়ে মেলা শুরু হলো।
মুক্ত পবন ভূবনে হেসে হেসে নাচে,
প্রকৃতির বার্তা করে আদান প্রদান,
ফুল পাখি কলরবে গেয়ে যায় গান,
আকুল পাপিয়া সুরে ভালোবাসা যাচে।


খুশবু ছড়িয়ে পুষ্প মধু বিতরণে,
পিপাসিত প্রজাপতি মৌমাছি ভ্রমর,
গুন গুন গানে বসে ফুলের উপর,
পাঁপড়ির কোমলতা প্রেম আলিঙ্গনে।
উড়ে উড়ে দোল খায় নীল আসমানে,
বাতাস খবর দেয় প্রকৃতির কানে।।