প্রণয়
শপথ


হেরিয়া রবি কিরণ শিঁশিরের কণা,
প্রভাকর আলোকিত করিল ভূবন,
মহান হে সূর্যদেব প্রণামী চরণ,
চক চক সোনা রুপা সাদা মুক্তদানা।
ঘাসের ডগায় বসি হাসি খুশি মনে,
তেজস্বী উত্তপ্ত রোদ গায়ে এসে পরে,
ক্রমান্বয়ে ভয়ভীতি যাই যদি ঝরে,
সূর্যের প্রখর শক্তি অবশেষে দিনে।


আকাশে উড্ডীন সূর্য  শিঁশির বিলীন,
ক্ষণিকের কৃতজ্ঞতা শ্রদ্ধা নত শিরে,
অস্তিত্ব প্রকাশে নিত্য সর্বনাশ করে,
আপন স্বার্থ উদ্ধারে ব্যস্ত প্রতিদিন।
অস্তাচলে রাত্রি নিশি সূর্যের পতন,
শত্রু নয় কভু, বন্ধুু -সকালে দর্শণ।