আমারে হারায়ে আমি তোমাদের মাঝে,
সুখ শান্তির আশাতে ঘুরি দ্বারে দ্বারে,
দিয়েছি উজার করে মানুষের তরে,
স্বার্থের কল্যাণ শুধু পৃথিবীতে খুঁজে।
তোমরা রয়েছো মত্ত চাইতে আপন,
দিবে কি নিবেই শুধু দুই হাত পেতে,
লোভে কৃপন স্বভাব দিবানিশি মেতে,
ব্যক্তিত্বে মহান হবে বন্ধু কে সুজন।


চাই পাই নাই সদা অন্তরে ধারণ,
প্রাপ্তির তৃপ্তি কোথায় নিত্য রোজগারে,
অসাধু অন্যায় পথে উপার্জন করে,
অনন্ত ক্ষুধা তৃষ্ণার জ্বালা অকারণ।
আহারে কি পরিপূর্ণ হয়না উদর,
মানুষের পেট যেন প্রশান্ত সাগর।